মালদা

৬ দফা দাবি নিয়ে পুরাতন মালদা ব্লকের BDO-কে একটি ডেপুটেশন দিল চিটফান্ড কোম্পানির এজেন্টরা

বৃহস্পতিবার সমস্ত চিটফান্ড কোম্পানির এজেন্টরা ৬ দফা দাবি নিয়ে পুরাতন মালদা ব্লকের BDO-কে একটি ডেপুটেশন দেয়। তাদের দাবি হল আমানতকারীরা তাদের প্রাপ্য টাকা যেন ফেরত পায়, প্রত্যেকটি এজেন্টদের নিরাপত্তা দেওয়া, এরকম ৬ দফা দাবি নিয়ে তারা এদিন BDO-কে ডেপুটেশন দেন। 
    ডেপুটেশন জমা দিতে এসে এক এজেন্ট জানান, সুপ্রিম কোর্টের রায় বেড়ানোর পরেও আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। তার কারনে নিরাপত্তা হিনতায় ভুগছেন এজেন্টরা। তাই সমস্ত চিটফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে এজেন্টদের কাছে যারা টাকা পায় সেই সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। যে সমস্ত এজেন্ট মারা গেছে তাদের পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে। এই সমস্ত মোট ৬ দফা দাবি নিয়ে এদিন BDO-কে ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও থানা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী কেউ এই বিষয়ে তারা ডেপুটেশন দিয়েছেন বলে জানান মহম্মদ জিয়াউল হক।